সেনাদের উপর হামলার যথাযথ জবাব দেয়া হবে: তুরস্ক

|

সিরিয়ার ইদলিবে তুর্কি সেনাদের উপর কোন হামলা হলে তার যথাযথ জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক’র।

শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল অলকে ডেনাইজার বলেন, সব ধররেন হামলার অনুপাত হারে প্রতিশোধ নেওয়া হবে। ইদলিবে থাক আমাদের পর্যবেক্ষণ পোস্ট থেকে তাদের দায়িত্ব পালন করে যাবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, গত সোমবার উত্তরপশ্চিম সিরিয়ার ইদলিবে সিরিয়া সরকার হামলা চালায়, এতে সাতজন তুর্কি সেনা নিহত হয়। এছাড়া একজন বেসামরিক ঠিকাদারও নিহত হন। এছাড়া হামলায় ১৩ জন আহত হয়েছেন, তাদের অবস্থা এখন ভালো।

এ সময় হামলার কথা পুনরায় উল্লেখ করে তিনি জানান, তুরস্কের সেনাবাহিনী অন্তত ৫০টি লক্ষ্যে হামলা চালিয়েছে এবং ৭৬ জন সিরিয়ার সেনাবাহিনীর সদস্যকে হত্যা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply