Site icon Jamuna Television

কক্সবাজারে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪

কক্সবাজারের চকোরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের আরো ২২ যাত্রী। শুক্রবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকোরিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত হন ২২ জন। তাদের মধ্যে গুরুতর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version