Site icon Jamuna Television

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৭০ আসনের বিপরীতে লড়ছেন ৬৭২ প্রার্থী। দিল্লিজুড়ে প্রায় ১৪ হাজার বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন এক কোটি ৪৮ লাখ ভোটার। গণমাধ্যম জরিপে, বিজেপি, কংগ্রেস ও ক্ষমতাসীন আম আদমি পার্টির ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে।

এদিকে, নির্বাচন ঘিরে সব ধরণের সহিংসতা ঠেকাতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ শেষ হলে ফলপ্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি।

Exit mobile version