Site icon Jamuna Television

করোনাভাইরাস: মৃত্যুর মিছিল বেড়ে ৭২২

চীনে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা। শনিবার পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে।

দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, দেশজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬। এর মধ্যে হুবেই প্রদেশেই ২৫ হাজার আক্রান্ত রয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও ২৫টি দেশে ২৭০ আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। চীন সরকার বলছে, এখনও ভাইরাসটির কোনো প্রতিষেধক তৈরি সম্ভব হয়নি। তবে ভাইরাস আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এদিকে, চীন থেকে কোনো বাসিন্দা হংকং’য়ে গেলেই রাখা হচ্ছে ১৪ দিনের পর্যবেক্ষণে।

Exit mobile version