Site icon Jamuna Television

চীন থেকে ফেরাদের বন্দী জীবন, বাড়ি ফেরার অপেক্ষায়

আশকোনা হজ ক্যাম্পে অন্যরকম দিন পার করছেন চীন থেকে আসা বাংলাদেশিরা। সকলের নিরাপত্তার স্বার্থে সাময়িক বন্দী জীবন হাসি মুখে মেনে নিয়েছেন তারা। অপেক্ষায় আছেন বাড়ি ফেরার।

করনাভাইরাসের প্রভাবে চীনে অবস্থান করা বিভিন্ন দেশের মানুষজন নিজ দেশে ফিরে যাচ্ছেন। তবে দেশে ফিরেও তাদের থাকতে হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে। এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২।

এদিকে, চীন থেকে ফেরা বাংলাদেশিদের দিনের বেশীর ভাগ সময় কাটছে গল্প, খেলাধুলা আর আড্ডায়। চিকিৎসক আর স্বাস্থ্য কর্মীদের নিবিড় তত্ত্বাবধানে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন তারা। ক্যাম্পে ছোট্ট শিশুরা বাবা মায়ের সাথে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন তারা। কমপক্ষে ১৪ দিন পর্যবেক্ষনে থাকতে হবে চীন ফেরত ৩১২ জনকে। সব কিছু মেনে নিয়ে নিজেরাই নিজেদের মত সময় পার করছেন আশকোনা ক্যাম্পে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী হাসপাতাল চান তারা।

Exit mobile version