খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

|

খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ্য।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার আইনের শাষনে বিশ্বাস করে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় আছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। দুর্নীতির জন্য বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সব কিছুর দাম উর্ধ্বগতিতে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে সরকার।

তিনি বলেন, জনগণের সাথে বারবার প্রতারনা করেছে আওয়ামী লীগ। ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠিত করেছে তারা। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

সমাবেশ থেকে জানানো হয়েছে আগামী শনিবার (১৫ জানুয়ারি) খালেদার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল হবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মোশাররফ হোসেন বলেন, সরকার খালেদা জিয়াকে গায়ের জোরে কারাগারে রেখেছে। সারাদেশকে আজ কারাগারে রেখেছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে, খালেদাকে মুক্ত করতে হবে। সরকারের পতন ছাড়া গণতন্ত্রের মুক্তি এবং স্বাধীনতা সুনিশ্চিত হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply