Site icon Jamuna Television

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: যারা থাকছেন টাইগার স্কোয়াডে

রাত পোহালেই স্বপ্নের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল জুনিয়র টাইগারদের সামনে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সুবাদে এই প্রথম আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠলো বাংলাদেশ।

প্রথমবারের মতো ফাইনালে উঠা বাংলাদেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে চুলচেড়া বিশ্লেষণ। ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে।

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

Exit mobile version