আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন: আকবর আলী

|

নতুন ইতিহাস রচনার নায়ক তিনি। বলা ভালো- অধিনায়ক। তিনি অনূর্ধ্ব-১৯ দলের লিডার- আকবর আলী। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পর বললেন, আমি ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।

রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে জয়ের পর ম্যাচসেরা অধিনায়ক আকবর আলী বলেন, হঠাৎ অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর আমাদের প্রয়োজন ছিল জাস্ট একটা জুটির। তাই পরিকল্পনা ছিল আমাদের একটা জুটি গড়ার। আমি আমার পার্টনারদের এ বিষয়টাই বলেছি। আমরা শুধু স্বাভাবিক খেলাটা খেলেছি।

তিনি আরও বলেন, আমাদের কোচিং স্টাফ অনেক কষ্ট করেছে। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচরা আমাদের খুবই উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার টার্গেট বছর দেড়েকের মধ্যে আরও ভালো কিছু করার। আমি ভবিষ্যত ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।

শেষ দিকে ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় বক্তব্য দেন আকবর আলী। বাংলাদেশের অগণিত দর্শকদের উদ্দেশে বাংলায় বলে উঠলেন, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন।

এই না হলে বীর আকবর। বিশ্বকাপ থেকে শুরু করে মানুষের হৃদয়- কিছুই জয় করা বাকি রাখলেন না!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply