স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে বিআরটিসি পরিবহনের ধাক্কায় নসিমন চালক করিম খান (৩৫) নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার ডাসার থানার কর্ণপাড়া নামকস্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। করিম খান বরিশাল জেলার দক্ষিণ মাগুরা গ্রামের নাজির খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি নসিমন জেলার কালকিনি উপজেলার গোপালপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলে কর্ণপাড়া নামক স্থানে আসলে বরিশাল থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের সাথে ধাক্কা লাগে এতে নসিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই নসিমন চালক নিহত হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় আমরা নসিমন ও পরিবহন দুটিকে আটক করেছি এবং নিহত নসিমন চালককের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a reply