পরিবেশ দূষণের অভিযোগে ব্যাটারি তৈরির কারখানা সিলগালা

|

পরিবেশ দূষণের অভিযোগে সাভারে অবৈধ দুটি ব্যাটারি তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত । সেই সাথে আরও একটি কারখানার মালিককে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার লিজেন্ড ব্যাটারি ও জেলটেক লিমিটেড ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ পরিবেশ দূষণকরে ব্যাটারি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। পরে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে কারখানা দুটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

সেই সাথে ওই দুটি কারখানার পাশে পরিবেশ দূর্ষণের অভিযোগে সেভেন ষ্টার নামের আরেকটি কারখানার মালিক শফিকুল ইসলামকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply