Site icon Jamuna Television

চট্টগ্রামে তিন দিন ধরে জাহাজে ১৭ চীনা নাবিক

চট্টগ্রামের সীতাকুন্ডে সাগর উপকূলে শিপইয়ার্ডে তিন দিন ধরে একটি স্ক্র্যাপ জাহাজে রয়েছেন ১৭ জন চীনা নাবিক। করোনা ভাইরাস থাকতে পারে সন্দেহে তাদেরকে তীরে নামার অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন।

জাপানের পতাকাবাহী ‘ইউনি হারভেস্ট’ নামের কার্গো জাহাজটি সীতাকুন্ডের শিপইয়ার্ডে আনা হয়েছে ভাঙার জন্য। প্রায় ৯ হাজার মেট্রিক টন ওজনের জাহাজটি ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে এটি রওনা দেয়। গত শনিবার বিকালে এসে পৌঁছে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার লালবেগ শিপইয়ার্ডে। কিন্তু করোনা ভাইরাস থাকতে পারে এমন আশঙ্কায় জাহাজে থাকা চীনা নাবিকদের নিচে নামতে দেয়নি উপজেলা প্রশাসন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, ‘জাহাজ ইয়ার্ডে ভিড়ার আগে নাবিকদের তথ্য দেয়ার নিয়ম থাকলেও শিপইয়ার্ড কর্তৃপক্ষ এ বিষয়ে কাউকে অবহিত করেনি।’

জাহাজটির আমদানিকারক লিয়াকত আলী’র দাবি, ১৭ চীনা নাবিকের শরীরে কোনো করোনা ভাইরাসের অস্তিত্ব নেই। ইয়ার্ডে জাহাজ ভিড়ার পর অন্য নাবিকরা নেমে গেলেও অনুমতি না পাওয়ায় ১৭ চীনা নাবিক আটকা পড়েছেন। বিমানের টিকিট নিশ্চিত হলে চীনা নাবিকদের জাহাজ থেকে নামিয়ে সরাসরি চীন পাঠিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version