Site icon Jamuna Television

রাজপথে লড়াই ছাড়া অধিকার আদায় করা অসম্ভব: মান্না

ভোটের রাজনীতির পাশাপাশি রাজপথে লড়াই করা ছাড়া অধিকার আদায় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সিটি নির্বাচনের ফল বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে আয়োজিত নাগরিক সভায় তিনি এমন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, জীবন বাজি রেখে হলেও রুখে দাঁড়াতে হবে।সরকার ভোটের অধিকার হরণের পাশাপাশি মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের এই নেতা।

Exit mobile version