৯৯৯ এ ফোন, ১৮ গরুসহ ৪ ডাকাত গ্রেফতার

|

স্টাফ রিপোর্টার, নাটোর
৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে ডাকাতি হওয়া ১৮টি গরুসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহার করা দুটি ট্রাক। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যলয়ের সামনে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২৮ জানুয়ারি দিনাজপুর থেকে যশোরগামী গরু বোঝাই একটি ট্রাককে নাটোর-পাবনা মহাসড়কের ময়মনসিংহ গোরস্থান এলাকায় অপর একটি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদল। এরপর তারা দুই গরু ব্যবসায়ীকে মারপিট ও জখম করে ২৪টি গরু ভর্তি ট্রাক লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগিরা ৯৯৯ এর মাধ্যমে ফোন দিয়ে বিষয়টি নাটোর জেলা পুলিশকে জানায়। তখন থেকেই বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লুট হওয়া ২৪টি গরুর মধ্যে ১৮টি গরু এবং ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার হওয়া ডাকাতরা নাটোর ও সিরাজগঞ্জের বাসিন্দা। প্রেসব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply