নিউজ টোয়েন্টিফোরের সংবাদকর্মীদের ওপর হামলা; ক্যামেরা ও গাড়ি ভাঙচুর

|

রাজধানীর নয়াবাজারে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিপোর্টার ও ক্যামেরাপারসন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এসময় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

তারা জানিয়েছেন, বন্ড কমিশনারেটের পূর্ব নির্ধারিত অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে নয়াবাজারে বাঁধার মুখে পড়ে তারা। শতাধিক লোক নিউজ টোয়েন্টিফোরের গাড়ি ধাওয়া করে। ভাংচুর চালায়। প্রথমে ইট পাটকেল ছুঁড়ে গাড়ি ভাংচুর করে। ধাওয়া দিয়ে প্রায় এক কিলোমিটার আসার পর একপর্যায়ে দু’জনকে মারধর করে। পরে, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। হামলাকারীরা রিপোর্টিং টিমের ক্যামেরা, লাইভ ডিভাইস নিয়ে যায় এবং নিউজ টোয়েন্টিফোরের গাড়ি ভাঙচুর করে।

উদ্দেশ্যমূলকভাবে বন্ড সুবিধা ব্যবহার করে অবৈধভাবে কাগজ বিক্রীর সিন্ডিকেটের লোকজনই এই হামলা চালিয়েছে বলে আহত সাংবাদিকরা দাবি করেন।

বংশাল থানার ওসি জানায় শাহীন ফকির জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থলের পাশের একটি ড্রেন থেকে নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাটি ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply