রোড ট্রান্সপোর্ট করপোরেশন অর্ডিন্যান্স-১৯৬১ রহিত করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ সংসদে পাস হয়েছে। এর আগে বিলের সংশোধনী বিষয়ে আলোচনায় বিআরটিসির লোকসান ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে লাভ মূখ্য বিষয় নয়। সেবাই মুখ্য বিষয়।
তিনি জানান, বিআরটিসিতে এখন ১ হাজার ৩৩২টি বাস সচল আছে যা দিয়েই সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা চলছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার মূল কারণ জনগণের সচেতনতাহীন বলেও মন্তব্য করেন তিনি।
কাদের আরো বলেন, প্রতিবেশী দেশে প্রতিদিন গড়ে ১৮ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাংলাদেশে মারা যায় তার অর্ধেক। তারপরেও সড়ক দুর্ঘটনা নিয়ে নানা কথা হয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
Leave a reply