হঠাৎ করেই বেড়ে গেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি

|

দেশে জানুয়ারি মাসে হঠাৎ করে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে গেছে। গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ হয়েছে। আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারী মাসে শিক্ষা উপকরণ, স্কুলে ভর্তি, ভ্রমণসহ নানা কারনে খাদ্যবহির্ভূত খাতে খরচ বাড়ে। এ জন্য খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৬ শতাংশ পেরিয়েছে। তবে সার্বিকভাবে জানুয়ারী মাসে এই হার মূল্যস্ফীতি কমেছে।

এই মাসে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৫৭ শতাংশ হয়েছে। এর আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির চিত্র পাল্টে গেছে। এত দিন খাদ্যপণ্যের মূল্যস্ফীতি তুলনামূলক বেশি ছিল। এবার খাদ্যবহির্ভূত পণ্যে বেশি মূল্যস্ফীতি দেখা গেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply