করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই; কেউ আক্রান্ত হলে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, করোনাভাইরাস মোকাবেলায় কুয়েত মৈত্রী হাসপাতালে ২০০ বেড প্রস্তত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে ফিরিয়ে আনার পর হজ্জ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা কারও দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পর তাদের সবাইকেই বাড়িতে যেতে দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply