নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর উড়ির চর থেকে কুখ্যাত ডাকাত সোলেমান বাহিনীর ০৬ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সোলেমান বাহিনী বোট ডাকাতি করে ০২ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল একটি অভিযান পরিচালনা করে বুধবার তাদের আটক করে অপহৃত জেলেদের উদ্ধার করে।
এসময় ডাকাত দলের কাছ থেকে ০২ টি দেশীয় একনলা বন্দুক, ০৬ রাউন্ড তাজা গুলি, ০৫টি পাইরোটেকনিক, ২০টি পটকা, ০৫টি চাকু, ০৬ পাতা ঘুমের ঔষধ, ০৫ টি মোবাইল ফোন ও নগদ ২৩৩২ জব্দ করা হয়।
পরবর্তীতে অস্ত্র, গুলি, মোবাইল ও নগদ টাকা সহ ডাকাতদের এবং উদ্ধারকৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
Leave a reply