সমন্বিত ভর্তি পরীক্ষা: একাডেমিক কাউন্সিলে আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে ঢাবি, জাবি, চবি ও বুয়েট

|

বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা শেষে তারা সিদ্ধান্ত জানাবে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ১৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক শেষে এমনটা জানায় বিশ্ববিদ্যালগুলোর উপাচার্যরা।

তবে ইউজিসি এ বছর থেকেই কেন্দ্রীয় পরীক্ষা নিতে চায়। মার্চ থেকেই এ কার্যক্রম শুরু করা হবে বলে জানান ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

ইউজিসি চেয়ারম্যান জানান, মেডিকেল ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের এর আওতায় আসবে। তবে কারো সমস্যা বা আপত্তি থাকলেও বাকিদের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। তবে চারুকলা বা আর্কিটেকচারের মতো বিশেষ বিষয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরীক্ষার বাইরে আলাদা বাছাই পদ্ধতির সহায়তা নিতে পারবে বিশ্ববিদ্যালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply