করোনাভাইরাস: পোষা প্রাণীকে পরানো হচ্ছে মাস্ক

|

চীনে পোষা প্রাণীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মাস্ক পরানো হচ্ছে। সামাজিকমাধ্যমে এমন শত শত ছবি ছড়িয়ে পড়লে হইচই শুরু হয়ে যায়।

দেখা গেছে, পোষা প্রাণীর মালিক তাদের বিড়াল ও কুকুরকে প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচাতে মাস্ক পরাচ্ছেন। এ ছাড়া প্লাস্টিকের ব্যাগ, শিট, পেপার কাপ ও মোজা পরানো হচ্ছে।-খবর মেইল অনলাইন

প্রাণঘাতী এই ভাইরাসে ১৩৫০ জন মারা গেলেও কোনো পোষা প্রাণী আক্রান্ত হয়েছে বলে দেখা যায়নি।

একটি বিনোদনবিষয়ক ব্লগে দেখা গেছে, বিড়ালকে মানুষের ফেস মাস্ক পরিয়ে তার মালিক রাস্তায় হাঁটছেন। এর পরেই পোষা প্রাণীকে বিভিন্ন মাস্ক পরিয়ে ছবি প্রকাশের হিড়িক পড়ে যায়।

চীনা সামাজিকমাধ্যম ওয়েইবোতে এসব ছবি প্রকাশ করা হচ্ছে। ব্লোগার লি শিন লি রোববার একটি ছবি প্রকাশ করেন, তাতে দেখা যায়– তার পোষা প্রাণীটির ফেস মাস্ক এতই বড় যে তাতে বিড়ালটির পুরো মুখ ঢেকে পড়েছে।

বিড়ালটির মালিক ভুলে গেছেন যে, বিড়ালের দুটি চোখের জন্য মাস্কে দুটি ছিদ্র রাখতে হবে। ওয়েইবোতে লি শিন লির ২৬ লাখের মতো ফলোয়ার রয়েছেন।

চীনের এই করোনাভাইরাসের নাম দেয়া হয়েছে সিওভিআইডি-১৯। এখন পর্যন্ত ২৮ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্ত হওয়া ৯৯ শতাংশই চীনা নাগরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply