Site icon Jamuna Television

ডিজনকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে পিএসজি

ডিজনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে আসরের শেষ চার নিশ্চিত করেছে পিএসজি। জোড়া গোল করেছেন পাবলো সারাবিয়া।

ম্যাচের প্রথম মিনিটেই ভেসলি লাউটোয়ার আত্মঘাতী গোলে লিড নেয় পিএসজি। ১৩ মিনিটে মুনির চোওয়ারের গোলে সমতায় ফেরে ডিজন। প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের গোলে আবারো এগিয়ে যায় পিএসজি। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান থিয়াগো সিলভা। মিনিট পাঁচেক পর স্কোরশিটে নাম তোলেন পাবলো সারাবিয়া। ৮৬ মিনিটে আবারো আত্মঘাতী গোল খেয়ে বসে ডিজন। ডিফেন্ডার কলিবালির ভুলে ব্যবধান হয় ৫-১। ম্যাচের ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পাবলো সারাবিয়া। সব ধরণের প্রতিযোগিতায় এ নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত টমাস টুখলের দল।

Exit mobile version