অশুভ শক্তি প্রতিরোধে আনসার-ভিডিপিকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

|

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে প্রতিটি বাহিনীকে যুগপোযোগী করে গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০-তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জননিরাপত্তা রক্ষায় অশুভ শক্তি প্রতিরোধে আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিটি সদস্যকে কাজ করে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে শহরের সুবিধা পাবে জনগণ।

সমাবেশে, কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এছাড়া, বিভিন্ন সময় নিজ বাহিনীতে অবদান রাখায় সদস্যদের ১৪৩ জনকে আনসার পদকে সম্মানিত করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply