Site icon Jamuna Television

যমুনা টিভি অনলাইনে সংবাদ প্রকাশে মামলা গ্রহণ ও আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে এক যুবককে রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করার ১ মাস পরও অভিযুক্তদের নামে কোন মামলা নেয়নি পুলিশ। যমুনা টিভি অনলাইনে গত ২৪ জানুয়ারি এমন সংবাদট প্রকাশিত হবার পর অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ও ১১৪ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার শ্রীনগর থানা পুলিশ এর এস আই আশিকুর রহমান এর নেতৃত্বে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এব্যাপারে জেলা পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন তথ্য দিয়ে সহায়তার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানান।

গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে আটপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মাদবরের ছেলে উজ্জ্বলকে রড ও দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে বলে অভিযোগ পাওয়া যায় আতালেব ও তার স্ত্রী জাহানারা ও ছেলে হৃদয় ও মৃদুলের বিরুদ্ধে।

Exit mobile version