সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ৪ জন। এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। এর মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ৫২ ও ৩৭ বছর। আক্রান্ত ব্যক্তিদের কেউ সাম্প্রতিক সময়ে ভাইরাসটির উৎপত্তিস্থল চীন ভ্রমণ করেনি বলেও নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত এক সপ্তাহে আরও দুই প্রবাসী বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায় সিঙ্গাপুর। এছাড়া ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও ১০ জনকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে।
Leave a reply