প্রকৃতির পালাবদলে এসে গেছে ঋতুরাজ বসন্ত। নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ঋতুরাজকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে নাচ-গানে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। উৎসবের রং ছড়িয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোয়। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠাসহ নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভাগীয় ও জেলা শহরেও রয়েছে বর্ণিল আয়োজনে বরণ করা হচ্ছে ঋতুরাজকে। উৎসবে বাড়তি মাত্রা যুক্ত করেছে ভ্যালেন্টাইন ডে।
Leave a reply