Site icon Jamuna Television

রাজধানীতে একটি বাসায় তিনজনের লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণখানে একটি বাসায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

শুক্রবার বিকেলে ভবনের চারতলার ফ্লাটে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তারপর পুলিশ এসে বাসা থেকে লাশ উদ্ধার করে।

নিহত নারীর নাম মুন্নি (৩৮) এবং সন্তানদের নাম ফারহান (৯) ও লাইবা (৪) বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাদশালা গ্রামে।

পুলিশ জানায় তারা এখন থেকে তিন-চারদিন আগে মারা গেছে। নিহত মুন্নির স্বামীর নাম লিটন, সে বিআরটিসিতে চাকুরি করে। লিটন বর্তমানে নিখোঁজ বলে জানায় পুলিশ।

এলাকাবাসী বলছে শিশুরা পার্শ্ববর্তী কেসি স্কুলের শিক্ষার্থী ছিল।

Exit mobile version