ট্রাক চাপায় নারী নিহত

|

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় চম্পারানী মন্ডল (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত চম্পারানী মন্ডল পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকালে ওই নারী সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply