করোনাভাইরাসের প্রভাবে চীন থেকে আদা ও রসুন আমদানি বন্ধ

|

করোনাভাইরাসের প্রভাবে চীন থেকে আদা ও রসুন আমদানি বন্ধ। তবে আগের পর্যাপ্ত মজুত থাকায় বাজারে খুব একটা প্রভাব পড়েনি। মাঝে হুজুগে দাম কিছুটা বাড়লেও, এখন তা থমকে গেছে।

ব্যবসায়ীদের দাবি, আগের মজুত দিয়ে আরো দুই মাসের চাহিদা মেটানো সম্ভব।

এদিকে, দেশি হালি পেঁয়াজ আসার খবরে, চীন থেকে নতুন কোনো পণ্য আমদানি হয়নি। বিক্রি নিয়ে অনীহা আছে ব্যবসায়ীদের মাঝেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply