Site icon Jamuna Television

ডেমরায় হাসপাতালে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর ডেমরায় ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে মোবারক হোসেন নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোবারক বারডেম হাসপাতালের এনেস্থেশিয়ার চিকিৎসক ছিলেন এবং ফ্রেন্ডশিপ হাসপাতালের অংশীদার ছিলেন।

মোবারকের স্বজনরা বলছেন, গতরাত সাড়ে নয়টার দিকে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল মোবারককে ডেকে নেয়। সেদিন সারারাত স্বজনরা মোবারকের ফোনে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি। আজ সকাল এগারোটার সময় তাদের জানানো হয় যে মোবারক মারা গেছে।

অন্যদিকে, পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে পরিচালক জামালের কক্ষ থেকে মোবারকের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, মোবারকের সারাদেহে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালের পরিচালক জামাল ও মামুন তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে অভিযোগ তাদের।

ময়নাতদন্ত করতে লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে তারা।

Exit mobile version