সাভারের রেডিও কলোনি এলাকায় নিউ আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ওই যুবকের নাম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ হলেও সে দীর্ঘ দিন যাবত থানা রোডে হোটেল ব্যবসা করে আসছিল।
পুলিশ জানায়, একদিন আগেই জাহাঙ্গীরকে এ নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও পুলিশ নিহতের ঘাড় ও চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায়।
এদিকে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Leave a reply