রাঙ্গামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিহত ৫ পোশাক শ্রমিকের মরদেহ হস্তান্তর হয়েছে। রাতে চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে ৫ শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হয়।
নৌকাডুবির ঘটনায় সকাল ১১টার দিকে ফিটনেসবিহীন এবং ল্যাইফ জ্যাকেট নেই-এমন নৌকার বিরুদ্ধে অভিযান চালাবে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে কাপ্তাই লেকে দুটি নৌকার প্রতিযোগিতায় ডুবে যায় একটি নৌকা। উদ্ধার হয় ৫ নারীর মরদেহ।
এদিকে, কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধারে আজও অভিযান চালাবে কর্তৃপক্ষ।
Leave a reply