৫২ দিন বয়সী সন্তানকে ড্রামের পানিতে চুবিয়ে হত্যা

|

রংপুরের মিঠাপুকুরের শুকুরেরহাটে মেয়েকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা খালেদা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সুফিয়ানের স্ত্রী খালেদা বেগম শুক্রবার সন্ধ্যায় তার ৫২ দিন বয়সী শিশুকন্যাকে বাড়ির পাশের পুকুরে ড্রামে চুবিয়ে হত্যা করে।

পরে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্বামীর অভিযোগের প্রেক্ষিতে খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দম্পতির আরও দুটি কন্যা সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অভাবের সংসারে পরপর তিনটি কন্যা সন্তান হওয়া নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply