মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহ্বান ফখরুলের

|

দমন-পীড়ন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহ্বান তিনি।

শনিবার বিকেল পৌনে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া দু’বছর ধরে কারাগারে বন্দি। প্রহসনের বিচার করে তাকে আটকে রাখা হয়েছে। আমরা আশা করছি, মানবিক কারণে সরকার তাকে মুক্তি দেবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকার দখলদার সরকার। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি।

কর্মসূচিতে পুলিশ আমাদের নেতাকর্মীদের নানাভাবে বাধা দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পুলিশ কার্যালয় ঘিরে রেখেছে। ১০-১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সরকার মনে করে নির্যাতন করে তারা টিকে থাকবে। এ ধারণা ভুল। পৃথিবীতে নির্যাতন করে কেউ টিকে থাকতে পারেনি।

সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে দু’বছর ধরে বন্দি করে রাখা হয়েছে খালেদা জিয়াকে। খালেদা জিয়া বন্দি মানে পুরো বাংলাদেশ বন্দি।

এর আগে, পুলিশ বিক্ষোভ মিছিলের অনুমতি না দেওয়ায় পুর্বনির্ধারিত কর্মসূচির বদলে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply