রাজশাহীতে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধাওয়া পাল্টা ধাওয়া

|

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা ১২টায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং দলের প্রভাবশালী কর্মী আর্ট বাবুর সর্মথকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আর্ট বাবু তার সর্মথকদের নিয়ে সম্মেলনস্থলে আসতে চাইলে, আবুল কালামের লোকজন বাধা দেয়। এনিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ছাড়াও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply