বিসিএলে রানের ফোয়ারা ছোটাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। ক’দিন ট্রিপল সেঞ্চুরি করে ব্র্যাডম্যানের পাশে নাম লেখিয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এরপর পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম মাঠে ফিরেই ঝড়ো শতক হাঁকান। এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
সাউথ জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৫৩ রানে অপরাজিত থাকেন শান্ত। আগের দিন ১১২ রানে অপরাজিত ছিলেন সেন্ট্রাল জোনের এই বাঁহাতি ব্যাটসম্যান। তৃতীয় দিনের শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন শান্ত। তুলে নেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। ২৫ চার ও ৯ ছক্কায় ২৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। দলীয় ৩৮৫ রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন।
৫০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি সাউথ জোনের। শুরুতেই মুস্তাফিজুর রহমানে কাটা পড়েন শাহরিয়ার নাফিস। এরআগে, ১১৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সাউথ জোন।
Leave a reply