১৯৮০ সালে একবার বিয়ে করেছিলেন সুদীপ দাস। শনিবার রাতে ৬৪ বছর বয়সে আবার বিয়ে করলেন। পাত্রী একই, ৫৩ বছরের অনিমা দাস। সুদীপ বাবু আর অনিমার পাশাপাশি একই সঙ্গে মালাবদল হলো সুদীপবাবুর আরও চার ভাই আর এক বোনের! পরিবারের এই গণবিয়ের যাবতীয় দায়িত্ব সামলালেন নাতি নাতনি, ছেলে বৌমারা।
ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে এমন ঘটনা ঘটেছে। মীরাট থেকে উড়ে এসে শ্বশুর-শাশুড়ির বিয়ে দিলেন মোনালিসা, তেমনই ঠাকুমাদের মেহেন্দি পড়ানোর ভার ছিল নাতনি পারমিতার ওপরেই।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০-৪০ বছর আগে এই ভাইবোনেরা যখন বিয়ে করে, তখন কেউই রেজিস্ট্রি করেননি। অনেক সমস্যাও তার জন্য হয়েছে। তাই একদিনেই সবার রেজিস্ট্রি করতে এই আয়োজন করা হয়।
ছয়-ছয় বারোজনের রেজিস্ট্রি একসঙ্গে হবে আর মালাবদল বা পার্টি হবে না? তাতো হয় না। তাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সব আত্মীয়রাই অনুষ্ঠানে ছুটে আসেন। রাতে গড়ালে, দম্পতিদের সই করাতে করাতে ক্লান্ত রেজিস্ট্রি অফিসার যখন বাড়ির পথে তখন বাসর রাত জাগানোর পরিকল্পনা নিচ্ছে বাড়ির শেষ প্রজন্ম।
Leave a reply