৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

|

আসন্ন ৩টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা সাক্ষাৎকার নেয়ার পর এই প্রার্থীদের চূড়ান্ত করেন।

উপনির্বাচনে বিএনপির প্রার্থীরা হলেন, শেখ রবিউল আলম (ঢাকা-১০), কাজী খাইরুজ্জামান শিপন (বাগেরহাট-৪) ও ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩)

ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা ৩ এই তিনটি আসনের জন্য মোট ৮ জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেন।

আগামী ২১ মার্চ এই তিন আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শেখ ফজলে নূর তাপসের পদত্যাগে শূন্য হয় ঢাকা-১০ আসন। আর মো. ইউনূস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ এবং মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply