ভৈরবে মোবাইল ফোন মার্কেটে বিটিআরসির অভিযান

|

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে মোবাইল ফোন মার্কেটে বিটিআরসির কর্মকর্তারা এক অভিযান চালিয়ে ৪৭ টি অবৈধ মোবাইল জব্দ করে। এসময় ৫ টি দোকান মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ৪৭ টি অবৈধ মোবাইল ও ট্যাব আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

সোমবার বিকেলে ভৈরব শহরের ইয়াকুব সুপার মার্কেটে বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সারোয়ার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিমাদ্রি খিসা উপস্হিত ছিলেন।

বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম মোস্তাফা জানান, দোকানগুলিতে অবৈধ মোবাইল পাওয়া যায়। জব্দকৃত মোবাইলের আইএমই নাম্বার নকল যা সরকারকে ট্যাক্স না দিয়ে অবৈধভাবে সেটগুলি দেশে প্রবেশ করানো হয়। একারণে ৪৭ টি মোবাইল ও ট্যাব জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্যাট হিমাদ্রি খিসা জানান, দোকানগুলিতে অবৈধ মোবাইল রাখার কারণে ৫ টি দোকান মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply