Site icon Jamuna Television

হেরেছে দুই জায়ান্ট লিভারপুল ও পিএসজি

শেষ ষোলোর প্রথম লেগে হেরে গেছে দুই জায়ান্ট লিভারপুল ও পিএসজি। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। আর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

অ্যাটলেটিকোর মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিলো লিভারপুল। কিন্তু গোলের লক্ষ্যে তেমন কোন আক্রমণ তৈরি করতে পারেননি সালাহ-ফিরমিনোরা। উল্টো ম্যাচের ৪ মিনিটে নিগুয়ে এসক্লাপেজের গোলে লিড নেয় ডিয়াগো সিমিওনের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহাম্মদ সালাহ’র হেড লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ৭৩ মিনিটে হেন্ডারসনের নেয়া শটও লক্ষ্যভ্রষ্ট হলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইয়্যুর্গেন ক্লপ শিষ্যদের। ফিরতি লেগে আগামী ১১ মার্চ লিভারপুলের মাঠে মুখোমুখি হবে দু’দল।

অপর ম্যাচে নেইমার গোলেও জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হার এড়াতে পারেনি পিএসজি। বরুশিয়ার ঘরের মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে চলে ম্যাচ। ২৭ মিনিটে জেডন সানচোর প্রচেষ্টা রুখে দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। ৬৯ মিনিটে উড়ন্ত ফর্মে থাকা হরল্যান্ডের গোলে লিড নেয় স্বাগতিক বরুশিয়া। মিনিট ছয়েকের মাথায় নেইমারের গোলে সমতায় ফেরে পিএসজি। তবে ৭৭ মিনিটে হরল্যান্ডের বুলেট গতির শটে জয় নিশ্চিত হয় বরুশিয়া ডর্টমুন্ডের। ফিরতি লেগে আগামী ১২ মার্চ পিএসজির মাঠে মুখোমুখি হবে দু’দল।

Exit mobile version