চিপসের প্যাকেটে খেলনা নিষিদ্ধের বিষয়ে বিএসটিআই প্রতিবেদন দেয়নি। আগামী রবিবার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ দেন। এর আগে গেলো বছর ১৭ নভেম্বর চিপসের প্যাকেটে শিশুদের খেলনা না ঢোকাতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। বিএসটিআইসহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দেয়ার নির্দেশও দেয়া হয় সে সময় । সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান এ সম্পর্কিত রিটটি করেছিলেন।
Leave a reply