সেঞ্চুরি দিয়ে জিম্বাবুয়েকে জবাব দিলো তামিম-আল আমিন

|

আল আমিন ও তানজিদ হাসান তামিমের অপরাজিত সেঞ্চুরিতে বিকেএসপিতে ‘ড্র’ হয়েছে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দুই দিনের একমাত্র প্রস্তুটি ম্যাচটি। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯১ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৮৮ রান।

অবশ্য, বুধবার শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের। দলীয় ২৫ রানের মধ্যে সাজঘরে ফেরেন নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত ২ রানে কাটা পড়েন শাহাদত হোসেনও। এরপর ৩৪ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। বেশি সময় টিকতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও। মাত্র ১ রান করে মুটোমবুজির শিকার হন তিনি।

সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে আল আমিন ও তানজিদ হাসান তামিমের ঘুরে দাঁড়ানো। সফরকারী বোলাদের ওপর পাল্টা আক্রমণ করে দু’জন অপরাজিত ২১৯ রানের জুটি গড়েন। সম্মানজনকভাবেই ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply