Site icon Jamuna Television

চট্টগ্রামে ফিরেই বিশাল শোডাউন মেয়র প্রার্থী রেজাউলের

ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে বিশাল শোডাউন করলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আজ দুপুরে রেলস্টেশন চত্বরে অগণিত নেতাকর্মীর অভিনন্দনে সিক্ত হন তিনি। জয়ী হলে পরিকল্পিত নগরী গড়ার অঙ্গীকার করেন রেজাউল করিম। তবে প্রশ্ন উঠেছে বরণ অনুষ্ঠানে মেয়র নাছির ও তার অনুসারী নেতাদের অনুপস্থিতি নিয়ে।

এর আগে, সকাল থেকেই মিছিল নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সবার হাতে ছিলো নৌকা প্রতীক আর শুভেচ্ছা ও অভিবাদন সংবলিত ব্যানার পোস্টার। দুপুরের মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় রেল স্টেশন ও আশপাশের এলাকা। দুপুর আড়াইটার দিকে, ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম এসে পৌছান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অগণিত নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

অভিনন্দনের জবাবে রেজাউল করিম নির্বাচনে জয়ী হলে পরিকল্পিত নগরী গড়ার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে পরিকল্পিত নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলবো। তবে একজনের পক্ষে এ কাজ করা সম্ভব নয়, দরকার সমন্বিত প্রয়াস।

জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যা নিরসনে সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।

রেজাউল করিম চৌধুরী বলেন, ৮ হাজার কোটি টাকা দেয়া হয়েছে জলাবদ্ধতা নিরসনের জন্য। যেখানে প্রয়োজন হবে সেখানে খরচ করা হবে।

Exit mobile version