দিনাজপুরের বোচাগঞ্জে গোলাগুলিতে সাবেক কমিশনার আইয়ুব আলী নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাতে বোচাগঞ্জ থানায় হত্যা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
দুই পক্ষের গোলাগুলিতে সোমবার আইয়ুব আলী নিহত হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। জানানো হয়, মৃত আইয়ুব সন্ত্রাসী এবং মাদক কারবারী। ময়নাতদন্ত শেষে গতকালই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাজা শেষে মেলাগাছি গোরস্তানে তাকে দাফন করা হয়।
Leave a reply