দীর্ঘ দিনের মিত্র পাকিস্তানকে এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দেশটিকে সন্ত্রাসের আশ্রয়স্থলও বলেছেন।
নতুন বছরের প্রথম টুইটে ট্রাম্প বলেন, “গত পনের বছরে যুক্তরাষ্ট্র বোকার মতো পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারের বেশি সাহায্য দিয়েছে, কিন্তু তারা আমারদেরকে ধোকা ও মিথ্যা বলা ছাড়া আর কিছু দেয়নি। তারা মনে করে আমাদের নেতারা বোকা। যে সব সন্ত্রাসীকে আমরা আফগানিস্তানে তাড়া করেছি, তাদেরকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। অনেক হয়েছে, আর নয়!”
ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের জন্য ২৫৫ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, দেশের মাটিতে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামাবাদের ভূমিকার ওপর এই অর্থ ছাড়ের বিষয়টি নির্ভর করবে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জানান, তার সরকার একটি জবাব (ট্রম্পের) তৈরি করছে, যাতে ‘বিশ্বাবাসী আসল সত্যটা জানতে পারে’।
যমুনা অনলাইন: আরএস
Leave a reply