ছাদ থেকে পড়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু

|

রাজধানীর উত্তরায় কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাদ থেকে লাফিয়ে পড়ায় তানজিন নামের ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে রাজউক কমার্শিয়াল কপ্লেক্সের পিছনে ৭ নং সেক্টরের ৫ নং রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে উপর থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ১৫/১৬ বছর বয়সের এক মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply