চলে গেলেন কপি-পেস্টের জনক

|

চলে গেলেন কিংবদন্তী প্রযুক্তিবীদ ল্যারি টেসলার। কম্পিউটারে কাট, কপি, পেস্ট পদ্ধতির জনক তিনি। মঙ্গলবার মারা যান ৭৪ বছর বয়সি এই প্রযুক্তিবীদ।

১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই প্রযুক্তিবীদ পড়াশোনা করেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। কর্মজীবন শুরু করেন টেক জায়ান্ট জেরক্স-এ। ১৯৭০ সালে আবিষ্কার করেন কম্পিউটারের কাট-কপি-পেস্ট কমান্ড। এরফলে কম্পিউটারের ব্যবহার অনেকটাই সহজ হয়ে যায় মানুষের কাছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply