নিউজিল্যান্ডে দুই টেস্টে ইনিংস পরাজয়, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২২৪ রানের বড় ব্যবধানে হার, ভারত সফরে দুই ম্যাচে ইনিংস পরাজয় এবং পাকিস্তানের সঙ্গে রাওয়ালপিন্ডিতেও ইনিংস পরাজয়।সব মিলিয়ে সবশেষ ছয় টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সর্বোপরি টানা ছয় ম্যাচ হারের পর এবার টেস্টে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছেন টাইগাররা। আগামী শনিবার দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবেন তারা। এ ম্যাচ জিততে আত্মবিশ্বাসী মুমিনুল বাহিনী। জয়ে পারফরম্যান্সে জ্বালানি জোগাতে চান তারা।
তবে জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত বলছেন ভিন্নকথা। তার মতে, টানা হারের মধ্যে রয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টে চাপে থাকবে তারাই। স্বাগতিক হিসেবে জয়ের ধারায় ফেরার আপ্রাণ চেষ্টা রয়েছে টাইগারদের। এটিই তাদের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে।
বুধবার বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচ শেষে রাজপুত বলেন, কোনো দল নিয়মিত হারতে থাকলে স্বাভাবিকভাবেই চাপে থাকে। নিজেদের দুর্গে খেলা হওয়ায় আরও বেশি চাপে থাকবে তারা। যে চাপ নিয়ে সচরাচর কোনো দল নিজ ডেরায় খেলতে চায় না। প্রকারান্তরে আমরা তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করব। এখন আমরা ভালো ক্রিকেট খেলছি। আন্তর্জাতিক ক্রিকেটে যে দল শক্ত হাতে চাপ সামলাতে পারে, সবশেষে তারাই জেতে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
এ সময় জিম্বাবুয়ের সবশেষ সফরের কথা স্মরণ করিয়ে দেন রাজপুত। ২০১৮ সালে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসে তারা। প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় হ্যামিল্টন মাসাকাদজার দল। সেই সফর থেকে অনুপ্রেরণা খুঁজছেন তিনি। এবারও জয়ের কথাই ভাবছেন জিম্বাবুইয়ান কোচ।
তিনি বলেন, আমরা আগে এখানে জিতেছি। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। আবার কেন পারব না? এ ধরনের মানসিকতা রয়েছে ছেলেদের। এখন আমাদের নেতিবাচক হওয়া যাবে না। আসন্ন গেম নিয়ে ভাবতে হবে।
Leave a reply