এবার মধ্যপ্রাচ্যেও মিললো করোনাভাইরাসের উপস্থিতি, মৃত ২

|

এবার মধ্যপ্রাচ্যেও মিললো করোনাভাইরাসের উপস্থিতি। ইরানে দু’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে মিসরে।

এছাড়া, মহামারী আকার ধারণ করা কোভিড-১৯’র প্রকোপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ জনে। গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১১৩ রোগী।

আক্রান্তদের মধ্যে চীনে এই সংখ্যা ৭৪ হাজার ৫৭৯ জন। এছাড়া বিশ্বের ২৯ দেশে আক্রান্ত ১ হাজার ১৯৬ ব্যক্তি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জামাল ওরফ বলেন, এ ঘটনার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ একটি হাসপাতালকে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। আমাদের সন্দেহ তারাও কোভিড নাইনটিনে আক্রান্ত। কিভাবে এই ভাইরাস ইরানে প্রবেশ করলো সেটি জানার চেষ্টা করছি।

এ ঘটনার পরপরই জরুরী বৈঠক ডাকে মিসর, জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply