গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

|

গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ১১ বছর ধরে দলটির আন্দোলনের কথা শুনে আসছি; যা এখন হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। সকালে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

এদিকে একুশের ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরির মিছিলে ঢল নেমেছে লাখো মানুষের।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে শহীদ মিনারে আসছেন বিভিন্ন বয়সের মানুষ। শ্রদ্ধা জানাতে কালো পোশাক আর খালি পায়ে ভাষার অহংকার বুকে নিয়ে ধীরে ধীরে শহীদ বেদির দিকে এগিয়ে যাচ্ছে শিশু- কিশোর, যুবক-যুবতি ও বয়োবৃদ্ধরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply