হাঁটুর ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরে লড়বেন না সুইস টেনিস তারকা রজার ফেদেরার। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফেদেরার নিজেই।
বুধবার সুইজারল্যান্ডে তার ডান হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরআগে বেশ কিছু দিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা। এ নিয়ে পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ ওপেনে অংশ নেয়া হচ্ছে না ফেদেরারের। আসরে একবার মাত্র চ্যাম্পিয়ন হতে পেরেছেন এই সুইস। সেটি ২০০৯ সালে। আগামী ২৪ মে শুরু হবে এবারের ফ্রেঞ্চ ওপেন। আর এই ইনজুরির কারণে ফেদেরার খেলতে পারবেন না দুবাই, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি টুর্নামেন্টেও।
Leave a reply